শতনেত্রা উপমার আনারস
আহা/
যদি আনারস হতাম/
অনেক চোখের/ অপার দর্শনে/
অপার সৌন্দর্য্যে/
দেখতাম আপন পৃথিবী/…
চলছে সাধনা/ প্রকৃতিবিজ্ঞানে/
সৃজনমুখরে/
লেকচার দেন/ প্রকৃতি
মুখোপাধ্যায়/
শিল্পের স্নিগ্ধতা ভরা
চোখে/ চোখ রেখে/ পড়ছি জীবন/…
মধুর অঙ্কুরে/
একদিন আনারস হব/
অনেক চোখের পটভূমিকায়/...
ভালোবাসার উপমা/ যেনবা
একটি আনারস/
শতেক
চোখের পটভূমিকা/...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন