দুর্বৃত্ত! দূরবৃত্তে
বসে করছে হলুদ কারসাজি।
এমত সময়ে
দুমুখী লড়াইয়ে ক্রসফায়ারে
পটল তোলার পর জানা গেল,
লোকটার নাম, ধৃতরাষ্ট্র!
পটল তোলার সংবাদ প্রচারিত
হওয়ার পর ভাষাবিশারদ, ভাবছেন,
ধৃতরাষ্ট্র নাকি ধৃত-রাষ্ট্র?
ভাবের উদয়কালে
দূরবৃত্তে
আকাশ পড়ছে ভেঙে কাহার
মাথায়,
আর কাহারে জাগায় নতুন
আলোয়? বুঝে নিতে,
চোখ,
চোখ রাখে চোখে চোখে।
কেননা, চোখ যে মনের আয়না!
(বিধিত প্রবাদ) জানে
চোখ।
দাহকাল, পতির দহন, দেখছে
গান্ধারী— সুজলা সুফলা মনোভূমি!............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন