শূন্যের মঞ্জিলে...
আমার হৃদয়ে যে শূন্যতা,
সে শূন্যতা ভালোবেসে
শূন্যতার নাম দিয়েছিলাম
আকাশ!
সে থেকে মানুষ, শূন্যতাকে
আকাশ বলেই ডাকে এবং শূন্যকে ভয় পায়!
আবার কেউবা
শূন্যতা অর্থাৎ আকাশকে
ভাগ করে (১ ২ ৩ ৪ ৫ ৬ ৭...)
পাড়ি দেয় মর্ম্মের সকাশে!...
সংখ্যাপ্রিয়রা
মর্ম্ম বোঝে, বসায় শূন্যকে,
সংখ্যার ডানে, বাড়ায় সংখ্যা!
যেভাবে শাশ্বত,
শূন্যে,
গোছাতে শূন্যতা,
এক, মিশেছে অনেকে,
হয়েছে সমৃদ্ধ!
জানি, শূন্য থেকেই শূন্যতা,
সব শূন্যেই উদ্ভব, শূন্যেই বিকাশ ও বিলয়,
আবার উদ্ভব, পূর্ণতায়!…
এটুকু জেনেছি বলে, তুমি
আমি মিলব এককে, শূন্যের মঞ্জিলে, বাড়াব সংখ্যা!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন