রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

সবুজ সংকেত


নয়ানাভিরাম
প্রণয়াভিসারী প্রকৃতির সঙ্গমলীলায় শস্যবতী এ পৃথিবী
আমাদের
হৃদয় সত্যের উপচারে খানদানি কৃষিমাতা!...

নারী পুরুষের শিল্পগ্রামে
যবে
আউশের ভরাক্ষেতে বাসর সাজাবে বলে
জেগে ওঠা মাটির ধরায়…
বাদলদিনের প্রথম কদম হাতে বলল কিষাণ: ধরিত্রী, উর্বরা হও!...
আজ
এ মাটির ভাঁজে ভাঁজে গমনাগমনবেলা…
শ্রমের আনন্দ…
আউশের ভরাক্ষেতে বাসর সাজাবে বলে
এসেছ যখন, কামাচারে নহে, ফসলের সমাহারী সঙ্কেতে
বিবসনা হও!...

আজি ঝরঝর মুখরিত
বাদলদিনের প্রথম কদম চুলের খোঁপায় গোঁজে
বলল কিষাণী : এসো হে কিষাণ, মনোহারি পাপে… সৃজন সকালে…
হব
বুননকালের জলে ও কাদায় মাখামাখি...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন