আষাঢ়স্য বরষায়…
শাওয়ারের জলে ভেজা স্নানার্থী কদম!
প্রতিভার অলঙ্কারে
বিকশিত চেতনায়, দিয়েছে নির্জনে,
একটি কোমল অটোগ্রাফ— ফুলেরা পোশাক পরে
না!...
নিরাভরণায়
জীবনমথিত প্রেমে ভিজলাম
সহজ সৌন্দর্য্যে
এক
বর্ষণমুখর সন্ধ্যায়…
মুগ্ধতার জলে ভেজা মনে…
সেই থেকে
নন্দনের কানে কানে বলি,
ফুলেরা পোশাক পরে না, সহজ লাবণ্যে ফোটে সৌন্দর্য্যের বনে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন