রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

জলদাস ও রজকিনী মাছ


জলের বাসরে
ছিপ ফেলে বসে আছে জলদাস, খোঁটায় বড়শি রজকিনী মাছ!
(নড়ে ছিঁপি, সুখজ বারতা।...)
ইচ্ছেপুকুরের জলে ভাসে মন, কাটছে সাঁতার
তোলছে গুঞ্জন:
শোনো রজকিনী,
কেবলি
তোমাকে চিনি,
আর
কিছুই চিনি না, কিছুই জানি না, জানি, তুমিই সকল সার!
শরীরচুলায়
মদন আগুনে তাতে মনের কড়াই, রাঁধব তোমাকে বিবিধ ব্যঞ্জনে!...
সৃজনের
নিরব আড়ালে
ফেনিল বাসরে খোঁটায় বড়শি, রজকিনী মাছ!
নিটোল তরঙ্গে কাঁপে জলের শরীর
ইশারা ভাষায় মারে ঘাই—
বলে,
আহা! বুঝি, মিটিল না আশ, পিরিতিবড়শি নিয়ে বসে আছো জলের নৃপতি, জলদাস!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন