পৃথিবী আমার মাটি, বাড়ি,
শূন্যতা ছাউনি তার!
বাড়িটি তোমার নয়, তুমি
ভাড়া-টিয়া, বাড়িহারা!
এমত কথার জীবনযাপনে,
আমার কোনও মাটি নেই!
হাস্নাহেনার ঘ্রাণ ডাকেনি আমাকে
রাতের নির্জনে, ব্যালকনির
হৃদয়ে।…
এই
নগরবিতানে,
শহরের কোলে, আমি মাটিহারা!
অথচ, সজল-বর্ষা-নামা
মনের মাটিতে শিকড় গজায় কদমের চারা;
আমার কোনও শিকড়ের গান
নেই!
ভূমির দস্যুতা শিখি
নাই,
ভাবছি, বর্ষায় শিখে
নেবো, শিকড়ের গান, সুষম বন্ধনে...
আজ
কাঁদায় আমাকে— ঘাসফুলটির মাটি আছে,
আছে ফুটে থাকা সহজতা,
আমার কোনও সহজতা নেই, প্রেম নেই!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন