অধিক নেশায়,
মাতাল হয়েছ কি না, এটুকু
বোঝার লাগি, বীজগণিতের সূত্র পড়ো—
a²+2ab+b²
ভাবো,
ভুলের ভূগোলে আছে নেশার
মজমা!...
ইদানীং গাঁজা খাই না,
গাঁজা খেলে চোর চোর লাগে,
গাঁজা খায় রাজা,
রাজার ছাতার নীচে বেঁচে
আছি, জানি না যদিও, রাজ-নীতি, যাপিত জীবন, মর্ম্ম,
রাজা, যার মর্ম্মে বলে,
গাঁজা খায় সাধু!
আর
পড়ে সূত্র— a²-2ab+b²
ক্ষমতাঠাকুর জানে, কল্কের
সুখটান, মজেছে কোথায়?
মর্ম্মের গভীরে গিয়ে
বলা যায় :
সাধু! সাধু!!...
ইদানীং গাঁজা খাই না,
গাঁজা খেলে চোর চোর লাগে! অথচ আমিই
চুরি হয়ে গেছি সেই কবে,
মল্লিকার বনে!
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন