চলো শরীরবিতান চলো শরিয়ত
পড়ি
সজীব নামাজ
বলি
ফানাফিল্লাহ
সবুজের কামে মাটির শরীরে
পাবে
ফসলের শরিয়ত
জানাই সবুজ ফরিয়াদ
চলো শরীরবিতান চলো শরিয়ত
করি
আনন্দচর্চ্চায় শরীর সাধন
মাখি মনের কেশরে ফুলেল পরাগ
বলি ফানাফিল্লাহ
চলো শরীরবিতান, নন্দনের
ঘরে, পাবে, শরীরে শরীরজাগা শরিকানা
ফানাফিল্লাহ…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন