রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

জানালা, উদাসী বাতাস ও মিস্টিক ঘ্রাণ


খোলা জানালা। উদাসী বাতাস, এসে ঝি-রি-ঝি-রি...
এলোমেলো করল সাজানো রুম,
আমাকেও...
শূন্যে
উড়ালো কবিতা,....
পেলাম বাতাসে, তোমার মনের ঘ্রাণ; ঘ্রাণের উৎসে ডুবে ডুবে
ভাবি,
আহা কী মিস্টিক...
পালাতে না পারে যেন, বেঁধেছি জানালা
বললে অমনই :
জানালা, রাতের আঁচলে বাতাসের ঝিরিঝিরি সঙ্গীতে
ভাসিতেছি, অজানা ফুলের ঘ্রাণ খুলবে?
 জানালা, অর্থাৎ
    আমাকে খুলেই দেখি, কোথাও তোমার সাড়া নেই, আহা কী মিস্টিক...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন