হ্যাঁ!
খুলে ফেলুন স-ব-কি-ছু—
ফুলেরা পোশাক পরে না!
খুলুন, এ-ক-টু এ-ক-টু করে
.............. .....................
............................................................
দেখুন আয়না,
কী চমৎকার, যেন ভোরের
শিউলি, সদ্য ফোটা,
শিশিরভেজানো ঘাসপথে
পায়ে পায়ে হেঁটে এসেছেন— শিল্প!
বলছেন, শেষ কবে খালি
পায়ে শিশির ছুঁয়েছেন?
ভাবুন— বাজারমহলে আপনিই আয়না!
ঘুরে দাঁড়ান,
একটু... হ্যাঁ… আ-রে-ক-টু...
আহ্, কেমন সুডৌল— ইদানীং আপেলের দাম ভালো!
মাথা নত করবেন না। এদিকে তাকান, হ্যাঁ, চোখ রাখুন, চোখে...
এক চুমুক হাসুন, যেভাবে
খুকিরা ললিপপ চোষে…
আর হাসে… এমনইইই…
..................
ঠিক আছে, চলবে এটুকু।
এবার হাঁটুন, যেভাবে
নদীরা বয়ে যায়, এঁ-কে-বেঁ-কে…
এ-ক-টু দোলান!— বাহ, বেশ খাসা, দোলছে বাজার— নাচের মুদ্রায়!
কমলায় নৃত্য করে, দোদুল
দোদুল দোলে...
বাজার নৃত্য করে, বাজার
বিত্ত করে, বাজার বৃত্ত করে!...
সভ্যতা!
আপনাকে চায়— ভ্রমণ করুন, মুক্ত হাওয়ায়,
ভুলে যান পিছুলোক,
পিছুকথা।… জানুক তাহারা, নতুন
কথন—
ফুলেরা
পোশাক পরে না!
ব্যপারীর হাটে…
বি(শেষ)জ্ঞাপনে
বাজে ঘ্যানর ঘ্যানর…
এইসব
কথার পাঁচালি…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন