শব্দের গহিনে লুকোচুরি
খেলে অস্তিত্বের পদাবলি!...
রব+ই = রবি
আ+রব = আরব
আ+রব+ই = আরবি!...
শব্দই পরম ব্রহ্ম>
রব্বানা> রব!
মানে কলরব> কলকাকলি
কিংবা ভ্রমরগুঞ্জনে ফুল ফোটার শব্দ
কিংবা মহাবিস্ফোরণ!...
রবময়, শব্দময়
মুহূর্তের উচ্ছ্বাসে
মুখর এই ব্রহ্মলোকে,
বলো :
ভালোবাসি, সৃজনের ঐকতান!
এই
শব্দমালা!...
এই ঘটনাঘটন বিশ্বলোকে…
ঘটনার সংঘর্ষে… শীৎকারে…
নূপুরের মনে মুখরিত
রুমঝুম রুমঝুম...
ভাষাভাষীময়
এই যাপনলোকে,
এই ভাবনালোকে, উফ্!
এত শব্দদূষণ কেন? উফফফ্! এত ব্রহ্মদূষণ কেন?......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন