..........................................
তুমি না, আপনি—
কিছুটা আড়াল থাকা ভালো!
স্রষ্টা ও সৃষ্টির
কিংবা বর্ষা ও বেলির
মাঝে, সৃজন আড়ালে,
দূরে থাকা,
কাছে আসার কাঙ্ক্ষা,
চোরাসুখ, হারাতে কে
চায়? অন্তত আমি না!
যারা
তুমিময় হতে চায়, হোক!...
আমি তো জীবন,
নৈকট্যের পানে ছোটা,
উপনীত না, সুতরাং তুমি না, আপনি!
আপনাতে,
দেখুন, আপন আছে!
তাই আপনার পানে ছোটা,
বর্ষা ও বেলির নৈকট্যসাধনে,
কিংবা স্রষ্টা ও সৃষ্টির!
একবার আপনাকে চেনা,
কবিতাভ্রমণে দেখা (দূরের
পিপাসা) নদীটিরে বলি,
উপরি আলোকে,
বলুন,
কী ‘ভাবে’ তুমি করে
বলি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন