বাঁশ! কে কখন কাকে দেবে... এমন ভাবনা মুখরিত যাপনবেলায়,
কীর্ত্তিমান,
দেখালেন, নানান জাতের
বাঁশ,
বাঁশের বিবিধ ব্যবহার...
আমার
লেগেছে ভালো, গেঁথেছে
পরানে, বাঁশের বাঁশরি!
বাঁশ না বাঁশির সহচর
সুন্দরের(!)
পথে
পথে বাজাই বাঁশরি, ফেরি করি সুর।
কীর্ত্তিত শিল্পের ভোরে
বাজি, পৃথিবীতে— হ্যামিলনে, বাঁশ না বাঁশির প্রয়োজনে!....
সখা!
কে তোমাকে দিলো বাঁশ?
বানাও তাহাকে বাঁশি,
যাও
যমুনার কূলে, ডাকছে
রাধিকা,
আর সখীদল।...
বাঁশ,
কে কখন কাকে দেবে...
এমন ভাবনা মুখরিত যাপনবেলায়,
কহে তিতুমীর,
কার,
হাতের মুঠিতে খেলা করে
লাঠিবাঁশি? যমুনার বুকে জাগা গ্রামবিশ্বচরে...