ভারতী,
থইথইরূপ, বাহারি চুলের দোদুল দোদুল দোলে বিমোহিত ফেরিঅলা
(লাল কিলিপ নেবে গো?)
আদুরে গলায় ডেকে, নিয়ে গেল যে তোমাকে, দৃশ্যের আড়ালে,
তুমিও মজলে প্রেমে, লাল কিলিপের। ফিরে
তাকালে না
বিমুগ্ধ পলকহারা কিশোরের দিকে। বুঝলে না, কতটা লুকানো
ছিল অনুরাগ— ঘাসের ডগায় ভোরের শিশির! নীরবে মাড়িয়ে
গেছ,
বলেনি কিছুই,
ছেড়েছে চোখের সীমা, হলো না, লাজুক চরণে বেঁধা কাঁটা।
এরিমাঝে
কত যে গড়ালো জল, কত যে গিয়েছে বেলা, পশ্চিমে ডুবেছে সূর্য্যদেব!
পুরোনো সুতোর টানে অনেক বছর পরে দেখে, ভারত সাগরে
ভাসে শবাধার— তোমার টুকরো টুকরো দেহ।
বিয়োগবেলার ইতিভূমিকায়
এই খেদ মনে, প্রিয়জ তোমাকে, হলো না তাহার সুভাষ দেওয়া একটি মনের!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন