রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

মিডিয়া


লোকটা/
আয়না হাতে চলে/ দেখায় সবার মুখ/
বহুবর্ণা/
আলোর ফোকাসে/...
লোকটা/ সড়ক ধরে হাঁটে/
কখনো ডানে/ কখনো বামে/
কখনোবা মাঝ বরাবর/
লোকটা/ ঘটনা দেখে/ ঘটনা ঘটায়/
কখনো হাসে/ কখনো কাঁদে/ কখনো নির্লিপ্ত/
লোকটা/
ঘটনাঘটা বসবাসে/ কালদর্শী/
সাক্ষাৎ গোপাল/
বলছে/ সত্যই ধর্ম/ ঘটনাই একমাত্র সত্য/...
লোকটা/
প্রণয়াভিসারী/ ঘটনার/ সংঘটনের/
বহুবর্ণা আলোর ফোকাসে/ খোঁজে আপন বসন্ত/
লোকের মরমে/
লোকটা/
সর্ব্বজনীন পাগল/ হাঁটে তথ্যের সড়কে/
লোকটা/
পন্থের বিচারী/...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন