রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

রাঘব> বোয়াল


আহা কালা,
রাঘবনন্দন তুমি বোয়ালস্বভাবা!...

আহা রে রাঘব,
আহা রে বোয়াল, কী এমন রূপ রস বর্ণের প্রথায়
ধরি রূপ
এসেছ মাৎস্যন্যায়ে,
জলাঙ্গির ঢেউয়ে ভেজা হিজলডাঙায়;
করাল দাঁতের আগ্রাসনে কাঁপে চা-রি-ধা-র!...
পদ্মদিঘির জলে
মাছের মেয়েরা ভুলেছে সাঁতার, ডুবডুবখেলা,
ঢেউয়ে ঢেউয়ে
ধিঙ্গি তালে নাচায় না জলের শরীর,
মৌনবিকেলের কোলে
ওঠায় না মৃদু ঘায়,
বুদ্…বুদ্… কথা, ভাষা! ফুলেল মালঞ্চ ভাসা
দলকলমির সংসারে,
করাল দাঁতের আগ্রাসনে কাঁপে জলধির বিপুলা বাসর!...
আহা রে রাজন্য, আহা রে বোয়াল,
বিশ্বময়
গিলে খাও পুঁটির মায়ের সংসার, রাজ্যপাট!...
বোয়ালিয়া নদীর কিনারে
সজল মেঘের নাদে নি-না-দি-ত
শ্যামল বর্ষায়
প্রমিলাসাহসে জাগে চা-রি-ধা-র মহালংকার কোলে,
আহারে বোয়াল,
বাদ্যে ওঠে রণতান :
আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে?...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন