মূল্যমানে তোমাকেই পাই...
এই
ধারণাটুকুন জানে, মুদ্রা!
কতটুকু লোপ পেলে তোমাতেই মিশে যাই
ধারণাটুকুন জানে, মুদ্রা!
কতটুকু লোপ পেলে তোমাতেই মিশে যাই
মানমূল্যে
এটুকুন জানে লোপামুদ্রা!...
নির্জন দুপুরে
শ্রমের অলংকারে
জলের শরীর থেকে উড়ে উড়ে
সোনালু ফুলের ঝাড়বাতি শোভা শ্যামল পাতার কুঞ্জঘেরা ঢালে বসা
মাছরাঙাটির ঠোঁটে ছ্ট্ফট ছটফট ছটফট করা শরপুঁটিটি কি জানে
বাসার নৈকট্যে ফেরা
এটুকুন জানে লোপামুদ্রা!...
নির্জন দুপুরে
শ্রমের অলংকারে
জলের শরীর থেকে উড়ে উড়ে
সোনালু ফুলের ঝাড়বাতি শোভা শ্যামল পাতার কুঞ্জঘেরা ঢালে বসা
মাছরাঙাটির ঠোঁটে ছ্ট্ফট ছটফট ছটফট করা শরপুঁটিটি কি জানে
বাসার নৈকট্যে ফেরা
লোকটার হাতে মুলার মতন
ঝোলা
বাজার থেকে কেনা মাছটির মূল্যমান কত?...
মূল্যমানে তোমাকেই পাই
কোমল কামনাময় যতটাই মান প্রয়োগে লুকানো আছে কড়ির কাঠিন্যে—
ধারণাকর্পূর বাতাসে মিলিয়ে গেলে কিছুই থাকে না,
বাজার থেকে কেনা মাছটির মূল্যমান কত?...
মূল্যমানে তোমাকেই পাই
কোমল কামনাময় যতটাই মান প্রয়োগে লুকানো আছে কড়ির কাঠিন্যে—
ধারণাকর্পূর বাতাসে মিলিয়ে গেলে কিছুই থাকে না,
মূল্যমান
লোপ পাওয়া মুদ্রায়;
সূচকের বিপরীতে থাকে, গতির কামনা, তরঙ্গময় শিহরণ!...
স্থিতির দিঘিতে স্নানরতা
তোমার নৈকট্যে আমি, আমার নৈকট্যে তুমি, মূল্যমানে পাই, আধার ও আধেয়।...
নির্জন দুপুরে
শ্রমের অলংকারে
বড়শিতে রেখেছি গেঁথে রূপচাঁদা, জলের শরীরে তড়পায় উ-থা-লি পা-থা-লি,
কল্লেলিত
লোপ পাওয়া মুদ্রায়;
সূচকের বিপরীতে থাকে, গতির কামনা, তরঙ্গময় শিহরণ!...
স্থিতির দিঘিতে স্নানরতা
তোমার নৈকট্যে আমি, আমার নৈকট্যে তুমি, মূল্যমানে পাই, আধার ও আধেয়।...
নির্জন দুপুরে
শ্রমের অলংকারে
বড়শিতে রেখেছি গেঁথে রূপচাঁদা, জলের শরীরে তড়পায় উ-থা-লি পা-থা-লি,
কল্লেলিত
নাচের মুদ্রায়!
অবলোপনের জনপদে
মুদ্রাদোষে ভালোবেসে ফেলি
অবলোপনের জনপদে
মুদ্রাদোষে ভালোবেসে ফেলি
এইসব
মুদ্রিত জীবন!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন