(.......................)
আমাদের
অপরাধটুকুর বর্ণনা…
মাত্রা…
লিখে রাখা যায় বিজ্ঞানপাতায়!...
সুন্দর মুহূর্তটুকু
ফুটিয়ে তোলার জন্য
অপরাধটুকুর প্রয়োজন
ছিল!...
বর্ষার কাজলপরা চোখে,
বৃষ্টির মুগ্ধতা ঝরা
কিছু অপরাধ জমা থাক,
কদমফুলের কাছে!...
এটুকু জানুক, ভোরের
মানসি!
আরও জানুক,
অপরাধ
বিপ্লবের ধাত্রী, ফুল
ফোটার ব্যাকরণ!
যারই মর্ম্মে কানাকানি,
জানাজানি,
ভাবার্ত জীবন!...
আহা!...
সৌন্দর্য্যপিপাসা মনে
খেলা করে
অপরূপ অপরাধ
প্র-ব-ণ-তা!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন