রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

খোঁচা


আমি
একটি ধর্মের ষাঁড়,
গরবে মাড়াই, মাঠের সবুজ, ছুটছে পেছনে, কালিক রাখাল,...
আমি
কুমারী চাঁদের কোলে হেসে ওঠা জরায়ুর ফুল,
ঈশ্বরের সন্তান নাপথ; পথ হাঁটিতেছি, খাচ্ছি আলো, অন্ধকার রাজনীতি,...
আমি
একটি কুকুর, জীবন উপমা ডাস্টবিনে, লড়ছি দখলে, নানান রঙের কুকুরের সাথে
রাতের শহরে ডাকিতেছে প্রভুর কুকুর, কুকুর হইতে সাবধান!

এইসব
কথার শলায়, খোঁচাই নিজেকে,
নিজেকে খোঁচাতে খুব ভালো লাগে, খুঁচিয়ে খুঁচিয়ে দেখি, রক্তাক্ত বেদনা,...
আমার হৃদয়ে সাপ, ছোবলে, খুঁচিয়ে দেখে, বিষের বেদনা আছে কি না গহনে লুকানো,...
সাপ,
চায় না বয়ে যেতে, ভারবহ বিষ, চাই না যেমন,
বয়ে যেতে অভিশাপ...

তোমাকে
ভোরের নিমন্ত্রণ, কবিতাবিহারে, আনন্দ ফাল্গুনে...

খোঁচাব নির্ভারে...

খোঁচা খোঁচা জীবনযাপনে,.............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন