...
পাগল,
পথের মোড়ে বসে থাকে,
বসায় পাহারা, পাগল দেখবে বলে!
দৃষ্টির নন্দনে, লোকটা
পাগল,
আমাদের চেনাজানা,
দেখার পরিধি থেকে দূরে,
পলক আড়ালে...
পাগলের
দৃষ্টির নন্দন, চেনাজানা,
দেখার পরিধি থেকে দূরে...
আমরা সবাই আজব পাগল,
লোকটা হাসছে একা একা,
আমাদের দেখে,
লোকটাকে দেখে আমরাও...
জগতের সকল পাগল সুখী
হোক!
আমি ও আপনি, কে কার
পাগল, কে কার অতিথি, বলছি অথচ,
আসুন, অতিথি নারায়ন,
পথের পাগল, ভাঁটফুল
ফোটা পথের হৃদয়ে বসে একটু মনের কথা কই...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন