হারানো বৃক্ষের খোঁজে
সকাল হয়েছে সন্ধ্যা, মাঝে
দুপুরের মিত্রতা ঘুমাল
রাত্রির সজ্জায়...
হারানো বৃক্ষের খোঁজে,
চেতনানগর
শিল্পের শহরে এসে দেখি,
বৃক্ষের সবুজ সংবর্ধনা
রয়েছে দাঁড়িয়ে সারি
সারি!...
সবুজ মমতা অনূদিত
চেতনানগর
শিল্পের শহরে আসলাম
সবুজিয়া রায়!
হারানো বৃক্ষের মর্ম্মে
নাগরিক মনে সবুজতা,
ঠোঁটের ঝুড়িতে ভরা
ঘাসফুল,
ফোটা স্পর্শ! দিয়েছে
নির্বাণে, উত্তর সাময়িকী, প্রাকৃত স্বজন!........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন