নিঃশঙ্ক চিত্তের চেয়ে
জীবনে আর কোনো বড় সম্পদ নাই।
— কর্নেল তাহের
লোকসমাগম
থমথমে জনপদে
নিঃশঙ্ক
হৃদয়ভূমিতে খাড়া দণ্ডের
চূড়ায়
সাদা রুমাল
উড়ছে
মৃ-দু-মৃ-দু…
ভারাতুর চোখের আলোকে
ঘড়ির কাঁটায় ১২টা ০১
মিনিট
শীতল হাতের ইশারায়
কাঁপনলাগানো হাওয়ায়
ঝরে পড়ল রুমাল
আর
ঝরে পড়ল নীরবে একটি
তারকা…
ঝরে পড়া সাদা রুমালটা
কাঁপনলাগানো হাওয়ায়
উড়ে উড়ে ছড়িয়ে পরিধি
সাদাটে কাফনে ঢাকে
আদিগন্ত সবুজপিয়াসি
অগোছালো মাঠ...
ধূসর মাঠের ঘটনাপ্রবাহে
জানা গেল
জ্যোতির্ময় চোখের আকাশে
এ তারকা ছিল কালবৈশাখির অভিযাত্রী!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন