রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

চিঠি, শ্রীচৈতন্য বরাবরে

চিঠি শ্রী চৈতন্য বরাবরে

প্রিয়, চিঠিটা পেয়েছি— নীলখামে মোড়া… আকাশপাতায় লেখা…
গোধূলির রঙিন কালিতে…
চিত্রল হরফে…
আঁধার ঘনানো ভাষিকায়… পড়লাম…

এরপর চেয়ে চেয়ে থাকা
একটা রজনী…
পাব
আরেকটি চিঠি—
ঊষার আলোক ঝরা ভাষিকায়…
পাখি ডাকা… ফুল ফোটা সুরে…
প্রজাপতির রঙিন ডানার পরশে…
বাগানে বাগানে পরাগায়নের সমাচারে…

বসে আছি
প্রিয়,
প্রিয় চেতনার অভিসারে… পাঠাবে না চিঠি? হাঙরসময়ে… চিত্রানদীটির পাড়ে…


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন