রঙিলা কানাই করে রঙের
প্যাঁচাল,
লাগায় ক্যাঁচাল—
রঙের রঙিন সংঘাত। ভবের বাজারে রঙের ব্যবসা করেছে যে মাত।
সাদা কালো সবুজ হলুদ
কিবা আসে যায়!
সকল রঙের মর্ম্ম বেচে
রঙিলা কানাই, করে রঙের বিচার—
রঙের রঙিন সংঘাত— বর্ণবাদ।
কবে যে খাবে ধোলাই,
হবে ধানাইপানাই, রঙিলা কানাই।
কেন,
ভবের বাজারে রঙের ব্যবসা
করেছে যে মাত?
সুহৃদ, সাদাকে সাদা
বলব না, বলব হলুদ এবং কালোকে লাল!
কে তোমার চোখে ধরাল
এমন রূপ— এই সাদা, এই কালো,
এই লাল— দেখার ভঙ্গিমা!
বলো, দেখেছ কতটা? সকল
রঙের মর্ম্ম সাদা! বলেছে যে জন,
সেঁ কীভাবে জানে, ঐ
রঙটি সাদা?
বরং জানার লাগি যে ভাবনা,
সেই ভাবনাটুকুর রঙ সাদা, হতেও তো পারে, লাল!
এই যে নির্ণয়কাল, রঙের
রঙিন সংঘাত,
তার থেকে যে রঙটি বের
হলো, তাহা লাল, এ-ও আমি বললাম!
এই যে দেখার ভঙ্গি,
তা হয়েছে কাল— রঙের রঙিন সংঘাত—
রক্তারক্তি।...
রক্তের রঙ কি লাল? ঠিকাছে,
বলব না হলুদ!...
শোনো,
এতটুকু বলি : সকল রঙের
মর্ম্মে মর্ম্মে চলি, হই মর্ম্মরিত, হই যে রঙিন!
(কে আমাকে বলল, রঙবাজ,
রঙিলা কানাই?)
সুহৃদ,
চলো যাই… রংধনুবাদিতার
দেশে!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন