রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

শূন্য / সংখ্যার মালা


শূন্য সংখ্যার মালা

শ্রীমতি বর্ষার হাতে
বাদল দিনের প্রথম কদম!
দেখে
‘শূন্য’ এইটুকু ভেবে, মৃদু হাসলেন, আর্য্যভট্ট। পরের কাহন সকলেই জানে!...

...আমি
খাব একটি কমলা
কমলা
খাবে আমাকে!
সংখ্যা, খাব সংখ্যা সংখ্যা, খাবে সংখ্যা
এটুকু
বলছে কমলা, আমি না!
‘শূন্য’
শূন্যতা না, সংখ্যার নিবিড় যৌনতা, প্রণয়ের সঞ্চালন, সংখ্যার, অধিকের...
কমলা, একটি শূন্য—
ভিতরে
গোপন অঙ্ক,
কোষের সংখ্যা, সংখ্যার কোষ— রস, মধুরতা!
কোষের ভিতরে
বীজ,
বীজের ভিতরে লুকায়িত
অধিক কমলা, অধিক সংখ্যা,
বাজে ফিবোনাক্কি সংখ্যার সঙ্গীতে!
জানে এটুকু,
সাংখ্য!
আমার ভিতরে 
সংখ্যারা,
বলছে এসব, আমি না!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন