…
নহে চাপাবাজ/
এই বলে খ্যাত হোক/ মম
নাম চাঁপাফুল/...
ইটের ফোকর থেকে/
সূ্র্য্যের আলোর দিকে
উঁকি দেয়া/
চাপাপড়া/
সাদা সাদা ঘাস জানে/
থরে ও বিথরে ফুটি বর্ষার
ইন্ধনে/...
দলিত কথার জিহ্বায়/
বোঁটায়/
এই বলে খ্যাত হোক/ মম
নাম চাঁপাফুল/ নহে চাপাবাজ/...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন