একটি নিপুণ টোকা,
আমূল বদলে দিতে পারে
সবকিছু!...
টোকা। মেরেছে কে? বোকা, হয়েছে অবাক!
টঙ্কারে কাঁপা জড়তা বাগানে
ঝঙ্কারে
একটু পরেই ফুটল মুকুল—
প্রাণের সৌরভে মাতোয়ারা, বোকা! ভাবছে
না, টোকা, মেরেছে কে?
দেখে,
আবডালে থাকা টোকা, বলল
নীরবে,
কেমন লেগেছে? একটি ফুলেল টোকা।
আরো দেবো নাকি?...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন