…
তবুও বাজুক বাঁশি/ নববর্ষে/…
এই/
সময়নিবাসী/ আরেক সময়ে/
হবে দেখা/…
সময়শূন্যতা/ শূন্যে/ ঘুরছে পৃথিবী/
রচিত সময়ে/
সাগরসৈকতে/ সবেগে আছড়ে পড়ে ঢেউ/
আবার/
উৎসমুখী নামে/ অথৈ সাগরে/
রেখে যায় সমকাল/ বেলাভূমে/…
এই/
সমকালবর্ত্তী/
কালে কালে রচিত আগামী/
আপাতত/ তোমার চোখে যা কুহেলিকা/
ডাকছে বরণে/
হয়তো তুমি না/ আমিও
না/
আগামীর/
অন্য আমরা/ দাঁড়াব মুখোমুখি/
সময়নিবাসী/ আরেক সময়ে/…
এই/
মহাসময়ের নীড়ে/…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন