বাদ্য!
বাধ্য করে না আমাকে,
আপনায় বেজে উঠি একতারায়!...
বাদ্য!
বাঁধে না আমাকে বাধ্যবাধকতায়…
নূপুরের কলতানে বেজে
ওঠা উদাস দুপুর, দেখে চুপিসারে,
কোথায় উঠেছে বেজে মনের
মন্দিরা,
ভেঙে শাসনের বেড়া!
বাঁশিটি বাজিছে কোন্
সে নদীর কূলে, বুঝতে পারে না, কি শাসন কি রাষ্ট্র...
বাদ্য! বাধ্য করে না
আমাকে,
আপনায় বেজে ওঠে বাদ্যবাধকতা!
দেখি, ধুলোওড়া পথে ভোরের
মেজাজ,
মিছিলে মিছিলে বেজে
উঠছে
কিংবা
গোধূলির রঙলাগা আকাশের
কোল ঘেঁষে দৃশ্যকল্পে ওড়া বলাকার ঝাঁক,
নীড়মুখী, কী এমন দলগত
বাদ্যে!...
নদীটির নীড়ে,
বাকবাকুম বাকবাকুম অভিসারে
মাতে
কৈতরাকৈতরী, জগতের এ
আনন্দযজ্ঞ, বাদ্যবাধকতা,
বুঝতে পারে না, কি শাসন
কি রাষ্ট্র...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন