শরীর
কেবল শরীর না, ইহা শরীর
শরীফ!...
শরীর শরীফবিহীন হয় না
প্রেম,
মজে না মজমা!
মন হলো
শারীরিক রসায়নের নূর-এ-কেবলা,
আশেকান!
অতএব
নত হও ইবাদতে,
আচমন করো শরীরসমগ্র/জলজপ্রপাত!
মুর্শিদ,
বাহো ত্বরী, বাহো গো
ত্বরি-কা,
লবণের অপার রহস্য খুঁজে
পাবে শরীরসমুদ্রে!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন