রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

দাঁড়াও হে লাল

দাঁড়াও হে লাল/ এখানে দাঁড়াতে হয়/ এখানে হয়ত কিছু রয়ে গেছে/
নিবিড় বন্ধনে/
হৃদয়পুর থেকে মেহেরপুর/ যেতে যেতে দেখা/
সবুজের মাঝে/ লালের মাধুরী/ ধীরে ধীরে উঠে আসে/
সূর্য্যের স্বাক্ষরে/
সবুজের মাঝে মিশে মিশে/ লাল/ কতটুকু লাল থাকে/ জানে চিত্রলেখা/
দাঁড়াও হে লাল/
এখানে দাঁড়াতে হয়/ নিবিড় বন্ধনে/ দাঁড়াও চে/ একটু দাঁড়াও/ দাঁড়াও না ভাই/...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন