কোথাও না কোথাও
ছোট ছোট বিশ্বাসের ছায়া
সুশীতল নীড় থাকা চাই,
কেবল
সংশয়ে বেঁচে থাকা যায়
না!
এতো ভাবিস না রে পাগল,
হদিশ পাবি না—
কূল নাই… কিনার নাই…
এ ভবপারাপার…
তারচে
নির্জন নদীর কূলে যে
বাঁশি বাজছে…
তুই
তার টানে মজে থাক্—
মুরালীর সুরের সুতায়
ইচ্ছের আকাশে (রাধিকা’র
শাড়ির আঁচলে) ওড়ে বেনীআসহকলা ঘুড়ি।
দেখতে পারিস,
মাকড়সাজালে জমে থাকা
টলোমলো ফোটায় শিশিরের
লাবণ্য, কুয়াশার সংসার, বিশ্বরূপ!…
এতো ভাবিস না রে পাগল,
হদিশ পাবি না…
কূল নাই… কিনার নাই…
এ ভবপারাপার…
তারচে
একছিলিম সবজীর দম লাগা
জীবনের টানে বেজে উঠ্— সা-ধু!
অভাবের সংসার হয়েছে
তো কী— ঋণের টাকায় ঘি খা, ভাবে থাক্!…
কেবল
সংশয়ে বেঁচে থাকা যায়
না!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন