বইখানা অনন্ত যৌবনা।
— সৈয়দ মুজতবা আলী
নদীতীরে...
জোয়ারভাটার বিবরণে
মণীষা
তোমাকে পাঠ করি
পিপাসায়
মানবজীবন একটি লিখিত বই
পাতায় পাতায় লেখা
বহতা নদীর শাখায় শাখায় জাগা
কত না কাহিনি
কতনা রঙের ক্যানভাস
মিলনবিরহ সঙ্কটে
ফলিত জীবন কাঙ্ক্ষায়
আরো কত দূরে
শাখায় শাখায় জাগিবে এমন
কথা ও রঙের চোরাটানে
আনন্দবেদনাদর্শী
মণীষা
তোমাকে কাছে পাব বইসাঁকো পারাপারে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন