......................................
অনন্ত
অসীম
নিরাকার তুমি!...
তবু
নিজেই দিয়েছ ধরা ভাবের আকারে
শব্দের সীমায়!...
যেমন, আল্লাহ!
এই
নামবাচক
শব্দটির মাঝে মূর্ত্তমান ভাবের ব্যঞ্জনা, তুমিময়, পরমপুরুষ,
প্রতিষ্ঠানে
রয়েছ দাঁড়িয়ে
নতজানু
আমারি সামনে, প্রার্থনায়!...
ভালোবেসে
নামমূর্ত্তি,
পোড়ামাটির কাঠামো ভেঙে অরূপে ফুটেছ বৈপরীত্যে!....
মূর্ত্তিমান
ভাবের মূরতিময়
শব্দের কাঠামো, সীমারেখা,
বাদ দিলে কিছুই থাকে না, যেমনটি থাকো
অনন্ত
অসীম
নিরাকারে!...
তখন
কী নামে ডাকিব তোমায়?....
অথচ ডাকছি কত না নামের আরাধনায়!...
নামহীন, তুমিহীন
কী এমনভাবে বিরাজিবে, ধর্ম্মশালা?
ভাষাহীন
কীর্তনখোলার পাড়ে, উঠিবে না জিকির ফিকিরে ফিকিরে, বিচিত্রতায়, সংকটে!...
তবে কি না
কোমল আধেয়, দৃশ্যরূপে
হাসিবে কেবল দেহজ আধারে,
বস্তুময়...
দৃশ্যের ওপারে
কেবলই রয়ে যায়, প্রতিপাঠ!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন