চিৎপুরে,
হলুদ ঘাসের মাঝে চিৎ
হয়ে শুয়ে আছে ঠোঁটকাটা,
চোখে নতুন আকাশ! দাঁড়ানো
নিষেধ, তবুও কাঁপছে শিরদাঁড়া,
দাঁড়াবে কখন?
বেঁধেছে হাত পা, শিকলের
প্রেমে,
এখানে দাঁড়িয়ে কথা বলা
পাপ, জিহ্বা পড়বে কাটা।...
চিৎপুরে,
হলুদ ঘাসের মাঝে চিৎ
হয়ে শুয়ে আছে দূরনীতি,
দূরসংবাদ।
পায়ে পায়ে হেঁটে আসে
জঙ্গল, দশজোড়া হাত,
তরবারি!
কোরবানি (সাক্ষাৎ বিপদ)
দেখে, ভুলে ঘাসের মমতা, সভয়ে পালায়
নানান রঙের গরু!
চিৎপটাংপুরে, হলুদ ঘাসের
মাঝে চিৎ হয়ে শুয়ে আছে দূরের ভাবনা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন