ঘাটে
লাগাও রে নাউ, কূলে
লাগাও রে নাউ,
এই গাঙে
ভাসাইয়া দিছি সুবর্ণের
ফুল। নাউ, ঘাটে লাগাও রে...
গাঙুড়বিধৌত মিথিলা বোমাং,
মায়ামৃগ
চঞ্চলা চোখের ঘুমে চাঁদের
কপালে পরো জাগরণী টিপ!
গলায় কলসি বেঁধে
চাঁদমামা ডুবে গেছে
কর্ণফুলির জলে।
মধুচন্দ্রিমার সলিলসমাধিস্মৃতিবহ
কূলের কথন জাগা অলচতলচজলে,
খোঁজো কি গোপনে হারানো কানের ফুল?
চাঁদের কলঙ্কধোয়া সুখে
ডুবে ডুবে জল খেয়ে প্রেমিক
লুসাই,
খুঁজে ফেরে কর্ণফুল!
সকালে ডুবন্ত, বৈকালে
ভাসমান,
নিঝুম নিশিতে
নৌকার চাতালে শুয়ে একা,
আকাশে ওড়ায় চাঁদঘুড়ি!
আশার সরসি জলে,
আরো একবার
ভাসাও প্রমোদত্বরী!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন