প্রতিবীর,
আপনার লাগি মনে জাগে
সহজ নামাজ! জীবনের উদ্ভাসে জাগা ভোরের ট্র্যাজেডি,
নয়নের জল
অনুবাদে, ঘাসের ডগায়
জমে ফোঁটা ফোঁটা শিশিরের কান্না—
শোকরানা!
পাপের বিকাশে লুকায়িত
ছিল, প্রবর্ত্তনা> মানবজীবন!
জ্ঞানবৃক্ষে
নিষিদ্ধ গন্দম না দেখালে
মেলত না পাপড়ি> আদম ও হাওয়ার উপাখ্যান,
ছেলেটিকে দেখে মেয়েটির
মনে ফুটত না কভু অনুরাগের বকুল,
সোনাঝরা ভোরে
নিশীথিনী আঁধারের সমাপনে
মাওলানা বুলবুল গেয়ে উঠত না ভোরের আজান> সঙ্গীত>
প্রভুর প্রার্থনা...
আপনা বিকাশে লুকায়িত
ছিল পাথরের বুক চিরে নামা ঝর্ণা> নদী> সাগরের জল!
কালার বাঁশির সুরে
জীবনচরিত নদীটির বাঁকে
বাঁকে বেজে ওঠা রাধিকার মন...
যত মত তত পথবাদে
মানবের
মন ও মননে খেলা করে
ড. জেকিল, মি. হাইড কিংবা হাবিল কাবিল।
ধন্য,
মানবজীবন বয়ে চলো, সাধের ত্বরণি পাবে না রে আর— বাউলিয়ানায় গেয়ে
ওঠে
পথের চৈতন্য, সাঁইজি
লালন।
পাখি সব করে রব আপনা
কীর্ত্তনে!...
আপনাকে নমি, সহজ নামাজে…
সৃজনব্যথায় জাগে ঝিনুকের কাতরতা— মুক্তার
সুখজ সম্ভাবনা!
.................................
এইসব,
কথার ফাল্গুন, সুরে
সুরে বেজে ওঠে ভোরের বাঁশিতে, গাছের শাখায়, ফুলফোটা ভারে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন