সান্ধ্যখবর পত্রিকার হেডলাইন
নজরদারিতে সবুজ সদন।…
চোখবন্দি শ্রীমতি সবুজ পাতা।…
কারফিউ।… বন্দুকের ঘেউ ঘেউ।…
ঘুরছে কেউকাটা, টিকটিকি,
ফেউ।… থেমে থেমে গেয়ে ওঠে গান, রাইফেল, স্টেনগান।…
পথে পথে ছড়িয়ে পড়ছে
জরুরি সন্ত্রাস, গুপ্তহত্যা, রক্তজবার আহাজারি।…
হলুদসংঘ সদর ভবনের সামনে
একঝাঁক তরুণের লিঙ্গ প্রদর্শন, লাঠিচার্জ।…
নিষেধ, বাহিরে আসা,
কবরের ভিতরে থাকুন, পরবর্ত্তী ঘোষণা অবধি… বন্ধ পাখিদের পাঠশালা,
সবুজ পাতার পাঠশালা।…
নিষিদ্ধ— ফুলের ঘ্রাণ, হাসি।… ‘মাত্রা’ দেখায়, দেখামাত্র হিম উদ্গীরণ, নো ম্যানস্, নো কমেন্টস্।…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন