রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

লালবাগ


গল্পের ভিতরে হেঁটে যেতে যেতে শুনতাম আপনাকে…
প্রতিদিন,
শোনার হৃদয়ে...
ঢুকে ঢুকে ভাবতাম, আপনিই লালবাগ!
প্রাচীর টপকে না,
পেরিয়ে মনোরম দরোজা, দেখলাম, অভ্যর্থনামুখরিত প্রগাঢ় সময় আপনিই!
পর্ব্বে পর্ব্বে
আপনার মাঝে ঢুকে ঢুকে দেখলাম,
কবিতার ভিতরে কবিতা, কী নিবিড় আলিঙ্গনে টানছেন, মর্ম্মে!
বললেন, ভালোবাসো,
শিমুলের বনে
ফুটেছে আগুনথোকা থোকা লালের বিদ্রোহ
চলো না, লালের অভিমানে
হব সবুজ প্রয়াস
দেখো, 
দুইটি জানালা, আড়াআড়ি না, মুখোমুখি, পড়ছে দূরের ভাষা, লালের মিতালি, ভাঙে সময়দেয়াল...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন