সত্য এক টুকরা কাবাব
সত্য, পাব কি তোমাকে আলিঙ্গনে?
— হাইনরেখ্
হাইনে
সত্য!
যেন এক টুকরা কাবাব,
সৃজন-আগুনে পুড়ে হয়েছে রসনা!
খাও...
এসেছি আমিও, সত্য! বাড়াও
জিহ্বা, খাও।
এ পৃথিবী সত্যের বাগান,
সত্যের বাগানে,
পোড়ো সত্যের আগুনে,
হও সত্য! বাড়াব জিহ্বা, খাব!
মিথ্যা?
সত্যের সৃজন; তা-ও এক
টুকরা কাবাব,
খাও, প্রয়োজনে!...
কাল+ঈ…
মানে কালী, দেখায় জিহ্বা,
ভোগের মমতা! খাবে সবকিছু— সত্যমিথ্যা— এক টুকরা কাবাব!...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন