রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

চোরাবালিকেন্দ্র

সাগরসৈকতে/ মুক্তা কুড়ানো সকালে/
   আটকে গেলাম/ চোরাবালিকেন্দ্রে/…
      ফাঁদ/ ফাঁ-দ/ ফাঁ—দ/
        সরবে ছাড়ছি গলা/
          তবুও শোনে না কেউ/
            আমার সাধের দেহ/
               নিবিড় জড়িয়ে নেয়/ চূর্ণীবালির বলয়/
                 চোখের আবহে ভাসে/
                   নাউ/
                     রঙের পসরা নিয়ে/ ঢেউ ভাঙে/
                       দিকশূন্য/...
                         গভীরে/
                           তলিয়ে যেতে যেতে বুঝি/ আমাকে তোলার কেউ নেই/  
এই আমি ছাড়া/...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন