রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

শিমুলফুলের রাষ্ট্রে তার সাথে দেখা


শিমুলফুলের রাষ্ট্রে তার সাথে দেখা, দেখেই, পলকে ছুড়ে দিলো,
একচিলতে হাসি।
ওড়ালো বাতাসে শিমুলের অনুরাগ, লালের মুগ্ধতা!
ললিত অভিবাদনায়
শুভেচ্ছা জানাল, ফুল, পাখি, প্রজাপতি, মৌমাছি ও জোনাকিরা...
সারাবেলা কেটেছে আনন্দে,
নদীর কিনারে বসে মোহনার দিকে চোখ রেখে
করেছি মিতালি, পড়েছি, একটি ইশতেহার!...........
প্রজাপতির রঙিন ডানায় চড়ে ঘুরে ঘুরে দেখলাম,
সবুজের হাতছানি, সবুজ শাসন, মাটি ও মনের মিতালিমুখর জীবনীকা!
ফুলেরা শোনাল, সমবেত সঙ্গীত— আমরা সবাই রাজা,...
পাখিরা শোনাল, নব্য কথার কূজন!...
ফেরার বেলায়
ভাবছি,
থেকেই যাব নাকি আরো কিছুকাল, শিমুলফুলের দেশে,
তার কাছে।...

না, আমাকে যেতে হবে, রয়ে গেছে কাজ। ডাকছে, হলুদ পাতার উপনিবেশ।.............


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন