রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

আলো ও আঁধার


নিশুতি রাত্রিটা শুভ হোক/
এতটুকু বলে/ ঘুমিয়ে পড়ল মোমবাতি/
নিশুতি রাত্রিটা জানে/ কতটুকু আলোকপ্রাপ্তির আকাঙ্ক্ষায়/
জেগে আছে আঁধারের মন/
যেমনটি ছিলেন মহাজ্ঞানী/ মহাজন/…
গমন কিংবা/
উদয়কালের সূর্য্য জানে/
আলো/ অথবা আঁধার/ আঁধার/ অথবা আলো/ একটিকে ছাড়া একটি/
অমূল্যের মানসনন্দন/…
তবু/
আলো হাতে চলা/ আঁধারের যাত্রী/
গলায় গলায় সাধে/ আলোয় ভুবন ভরা দীপালির মন/…
আমি/
ধাঁধানো আলোর ঝলসানো চোখে/
খুঁজি/ একটু মনোরম আঁধার/ গর্ভের চেতনা/…
দেখি/
আলোর বন্যায় ওড়াউড়ি/ ঝাঁকে ঝাঁকে মরে পতঙ্গপরান/...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন