রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

ঝরাপাতার কবিতা


ঝরাপাতা,
উস্কে দেবো আগুন?...
দাহকালে
পোড়ে দেহ, পোড়ে কাঠ,
জ্বলে মহাকালচুলা।…
প্রার্থিত সবুজহারা নীড়মুখী,
বাতাস উড়িয়ে নেয় একটুকরা আগুন
ঝরাপাতা,
উস্কে দেবো ফাগুন?!...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন