বকুল
বকুল বেচে আমি কিনি ঘ্রাণ
পথে পথে ঘুরছে বকুল
বেচে মালা
ভাবে
বকুল বকুল হয়ে ফুটবে কখন সুন্দরের মনে?
.........
ফুলের দোকান থেকে ফিরছে কানাই
হাতে একগোছা পুঁজি
রিকশায় চেপে
বাতাসে উড়িয়ে চুল
অভিসারে আসে নগররাধিকা
জেগে ওঠে চেরাগিপাহাড়
নন্দনকানন অভিসারিকা লেইন
দূরদেশে শিশিরের স্পর্শে জেগে আছে
মাঠজুড়ে ফুলের আবাদ
আর
বকুলের ডালে ফাঁস খেয়ে ঝুলে আছে মদনমোহন!
..............
হৃদয় দূরত্বে বসে,
দেখছে, মহাশয় মার্ক্স!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন