রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

নবনীতা জলের বোধন

নবনীতা 
জলের বোধনে যে নিজেকে ভেজায় না,
সে
সংঘাতকে জাগাতে জানে না!...
যে সংঘাতকে ভালোবাসে না, সে সম্ভাবনাকে বলতে পারে না,
ভা-লো-বা-সি!...
ভুল ও ফুলের
গলায় গলায় ভাব,
পরাগায়নটুকুর অনুধ্যানে হতে পারে না পথের সমাজদার!...
এইটুকু
ভেবে ভেবে হাঁটছিলাম, মৌমাছির ইন্ধনে!...
হঠাৎ মনে হলো,
[............................]
তুমি
যে শূন্যস্থানটুকু পূর্ণ না-করে চলে গেছ, সেখানে লিখেছিলাম, সম্ভাবনা...
শুভ,
দ্বন্দ্ব-সংকুল পথে যেতে যেতে
ক্রমশ জড়িয়ে পড়ছি সংঘাতে, পরিপার্শ্ববিশ্বে!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন