রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

বাদলের উকুনকাহিনি


স্বর্ণালি পৃথিবী ভুলে যাবে, ভেবে, একদা, মেয়েটি
ললিত আঙুলে দিঘল পরিধিময় চুল থেকে 
একটি উকুন
ছেলেটির চুলে ছেড়ে
বলেছিল, জেনো আলতো কামড়ে আমাকে পড়বে মনে, শ্রাবণনিশিতে জানালায়!...
ছেলেটিও কম কিসে?
যেন দেবদাস
ভুলে গেছে চিরুনি চালনা, বাবরি দোলানো চুলের বাহার ও সেলুনে যাতায়াত
ভয়,
পাছে ঝরে পড়ে প্রেমিকার সাধের উকুন
ভাবে :
পোকামাকড়ের অধিবাসে কীবা আসে একটি উকুনে!
এখন মাথায় উকুনের রাজ্যপাট,
কা-ম-ড়ে কা-ম-ড়ে
ছেড়ে দে মা কেঁদে বাঁচি, শয়নে স্বপনে অভিসারে ডাকে, একগাছি দড়ি হাতে কলাতলে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন