আঁ-কা-বাঁ-কা
সবুজ মাঠের পথ ধরে হেঁটেছি
কেবল, উজান ভাটির ব্যাকরণে
শুনি নাই
জলের কাকলি।(…)
এটুকু বুঝিনি, কতটা
আঘাত পেলে বাঁক নেয় নদীটির মন,
অভিমানে সরে সরে যায়
নদীয়ার কূলে,
জলজ ভাষায় ভেসে ভেসে
যায় কাঁখের কলসি,
কূলের কথনে ভেসে ভেসে
যায় ঘাটের কাহন, মরমিয়াগাথা...
মন,
বাঁকানোর আগে ভালো করে
জানো,
কতটা বাঁকালে বাঁক খায়
শ্যামল কটাক্ষভরা চোখের ধনুক,
শরের যোজনা থেকে পলকে
পালায় বাক্যের হরিণ!
কথার কাননে
কী ‘ভাবে’ বাঁকাবে সাধের
জীবন;
তাহার বয়ানে জানো,
পথের আদলে বহা নদীটির আঁ-কা-বাঁ-কা
ইতিহাস!...