রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

গাজী ভঙ্গি শাহ


বাবা, ভঙ্গি শাহ,
কী এমন ভঙ্গিমায় দর্শন করিলা, রহস্যপৃথিবী!...
বটতলি জংশনে রয়েছ দাঁড়িয়ে, ঠায়।
ঝিকঝিক, ঝিক ঝিক, ঝিকিঝিকি, ঝিক ঝিক.... রেলগাড়ি চলে যায়!...
রেললাইনটি মিশেছে রেললাইনটির মাঝে, 
আরেকটি রেললাইন চেয়ে আছে! রেলগাড়ি চলে যায় দিগন্তের দিকে—
সময়ের পটভূমিকায় কেবলই জংশন, পথে পথে
নামে পুরোনো মানুষ,
নতুন মানুষে, নতুন যাত্রায়, নতুন মাত্রায়...
বাবা, যাহা দেখলাম
ফুল ফোটার সৌন্দর্য্যে দেখলাম...
সকল সৌন্দর্য্য তাহাদের, যারা, অজস্র সৌন্দর্য্যে ফোটছেন,
আর
যারা দেখছেন…
জীবন দেখার ও ফোটার, ফোটার ও দেখার ভঙ্গিমা ধারণার সংঘাত!
গাজীর উদ্যানে
ধারণা লড়ছে, ধারণার সাথে, ফোটার সৌন্দর্য্যে! 
কোন জনা
কী এমন ভঙ্গিমার ইশকুলে
দেখছে আমাকে?
ফুটুক ফুটুক মনে আমার, এবেলা ফুটিতে নেই!
কলি ফুটিতে চাহে…
ফোটে না!.......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন